ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৯, ২৩ ডিসেম্বর ২০২৫
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হাবিবপুর ঈদগাহ এলাকায় ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মোগরাপাড়া চৌরাস্তা ঈদগাহ এলাকার মুজিবুর রহমানের ভাঙারি দোকান থেকে বিকেলে পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত। একে একে ফার্নিচার, মোবাইল সার্ভিসিং, খেলনা ও স্টিলের আলমারির দোকানসহ ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

দোকান মালিকদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গে কিছু মালপত্র বের করতে পারলেও সব কিছু বের করা সম্ভব হয়নি। ফলে অনেক মালপত্র পুড়ে যায়। আগুনে তাদের ১৫টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের কারণে তারা অর্থনৈতিকভাবে বড় ধরনের ধাক্কায় পড়েছেন।

মোবাইল সার্ভিসিংয়ের দোকান মালিক রিয়াদ হোসেন জানান, আগুনের কারণে তার দোকানের সকল মালপত্র পুড়ে গেছে। তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ওসমান গণি জানান, একটি ভাঙারি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। আগুনে প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়