বাগেরহাটে আ. লীগের সাবেক ২ নেতার বিএনপিতে মনোনয়ন ঘিরে সমালোচনা
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এর মধ্যে দুটি আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা কপিল কৃষ্ণ মণ্ডল ও সোমনাথ দে। এতে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মনোনয়ন পেয়েছেন কপিল কৃষ্ণ মণ্ডল। তিনি মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক এবং বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং চলতি বছর মার্চে গ্রেপ্তারও হয়েছিলেন।
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সোমনাথ দে। তিনি মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদের সাবেক সভাপতি। গত বছর আগস্টে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন তিনি। এর আগে তিনি জাতীয় পার্টি করতেন এবং ২০১৮ সালে সেই দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে উপজেলা কমিটির সদস্য হয়েছিলেন।
দুজনেই গত ২০ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। মাত্র কয়েক মাসের মধ্যে মনোনয়ন পাওয়ায় স্থানীয় বিএনপি নেতারা ক্ষুব্ধ।
জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে করার কিছু নেই, তবে তৃণমূলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।”
সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “এরা সুবিধাবাদী এবং সাবেক আওয়ামী লীগ নেতা শেখ হেলালের অনুসারী ছিলেন।”
তবে কপিল কৃষ্ণ মণ্ডল দাবি করেন, তিনি কখনো অন্য দলে যুক্ত ছিলেন না।
সোমনাথ দে বলেন, “তার মনোনয়ন পাওয়ায় চাঁদাবাজ ও নির্যাতনকারীরা অসন্তুষ্ট, কিন্তু সাধারণ মানুষ তাকে স্বাগত জানিয়েছে।”
এ ঘটনায় বাগেরহাটে বিএনপির অভ্যন্তরীণ বিতর্ক তীব্র হয়েছে, যা নির্বাচনি প্রচারণায় প্রভাব ফেলতে পারে বলে স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন।
ঢাকা/আলী/ইভা