ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বন্দর: বছর শেষের আগেই কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:১০, ২৩ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দর: বছর শেষের আগেই কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

ফাইল ফটো

বছর শেষ হওয়ার আগেই কন্টেইনার হ্যান্ডেলিংয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর।

সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত বন্দরের একক কন্টেইনার হ্যান্ডলিং ৩৩ লাখ টিইইউস (Twenty-foot Equivalent Unit) ইউনিট ছাড়িয়ে গেছে। এই সংখ্যা বন্দরের গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরো পড়ুন:

২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ লাখ ৭৫ হাজার টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করে।

বন্দর সূত্র জানায়, সঠিক দিক নির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনার পাশাপাশি আমদানি-রপ্তানিতে গতি আসায় বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বন্দরের জাহাজের অপেক্ষমান সময় প্রায় শূন্যে নেমে আসায় বন্দরে জাহাজ আসার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং।

চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানে জানা যায়, চলতি বছরে চট্টগ্রাম বন্দরে রপ্তানির চেয়ে আমদানি তুলানামূলক বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য এসেছে ১৮ লাখ ৩ হাজার ৭২৭ কন্টেইনার এবং পণ্য রপ্তানি হয়েছে ১৫ লাখ ৭ হাজার ৬৬৪ একক কন্টেইনার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, চলতি বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত বন্দরের কন্টেইনরা হ্যান্ডলিং ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরে বন্দর ঘিরে কয়েকটি আন্দোলন কর্মসূচির কারণে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং বিঘ্নিত হয়। বিশেষ করে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, ট্যারিফ জটিলতায় আন্দোলন ও পরিবহন ধর্মঘটের মতো কর্মসূচির কারণে চলতি বছর অন্তত ১৫/২০ দিন কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতি অতি শ্লত ছিল।

তিনি জানান, তারপরও চলতি বছর রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। ২০২৫ সালের শেষে এই সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়