নির্দিষ্ট ছকে চলছে ঘষামাজার কাজ
‘দেরি করে গেলেই ৫০ ডলার শাস্তি দিতে হবে’ – বলছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। রোববার দুপুরে ক্রীড়া সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। দেড়টায় তার মাঠে ঢুকতেই হবে। নয়তো কড়া কোচ ফিল সিমন্স করবেন জরিমানা। সেই কথা মনে করিয়ে দিয়ে হাসছিলেন সোহান।
জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে চলছে বিশেষ ক্যাম্প। কি কাজ হচ্ছে সেখানে? জানতে চাইলে সোহান বলেছেন, “আমরা তো সব একসঙ্গে অনুশীলন করে অভ্যস্ত বা একসঙ্গেই করা হয়। এখানে সুনির্দিষ্টভাবে একটা গ্রুপ করে হয়তো একজন বা দুজন নিয়ে কাজ করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে, একটু ভিন্ন এটা। ব্যাটসম্যানরাও সুনির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে।”
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ফাঁকা সময়ে এই ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ক্যাম্পে যোগ দিতে আয়োজনের মাঝপথেই শের-ই-বাংলা স্টেডিয়ামের পথে ছুটতে হলো তাকে। বিপিএলের আগে এই ক্যাম্পের উপকারিতা দেখছেন তিনি, ‘‘এরকম ক্যাম্প আসলে করার সুযোগ খুব একটা পাওয়া যায় না। যেহেতু বিপিএলের আগে একটা ফাঁকা সময় আছে, বিপিএল শুরু হয়ে গেলে… এর পরপরই বিশ্বকাপ, সবাই আসলে ব্যস্ত হয়ে যাবে ম্যাচের ভেতর। আমার কাছে মনে হয়, যে যার জায়গা থেকে যতটুকু উন্নতি করার সুযোগ আছে, এই স্কিল ক্যাম্পে ওই কাজগুলোই করা হচ্ছে।”
বিপিএলে রংপুর রাইডার্সে খেলবেন সোহান। সরাসরি সাইনে তাকে নিয়েছে রংপুর। রংপুর বিপিএলের অন্যতম সফল দল। এবারও ভালো করার প্রত্যয় তার, ‘‘অবশ্যই আশা করব ভালো খেলার। পাশাপাশি এটাও বলতে হবে, বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। আমরা সবাই চাইব মাঠে সেরা পারফরম্যান্স করতে।”
“রংপুর সবসময় ভালো দল গড়ে। প্রতিবারই ফাইনাল খেলার জন্য চেষ্টা করে এবং ওভাবেই দল করা হয়। তবে যেটা বললাম, আমাদের আসলে মাঠে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আমাদের জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে।”
ঢাকা/ইয়াসিন/আমিনুল