সারা বাংলা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩ জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজারে বঙ্গোপসাগরের নাজিরারটেকে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরের নাজিরারটেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: কক্সবাজারে ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

উদ্ধার কার্যক্রম তদারককারী খুরুশকূলের স্থানীয় সমাজসেবক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, খুরুশকূলের পূর্ব হামজার ডেইল এলাকার আজিজুল হক, হোসেন আহমদ ও দক্ষিণ মামুন পাড়ার নুরুল আবছার। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারটি। পরে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আট জন।