ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

কক্সবাজারে ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২০ আগস্ট ২০২২   আপডেট: ২০:২১, ২০ আগস্ট ২০২২
কক্সবাজারে ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। নিহতদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

শনিবার (২০ আগস্ট) বিকেলে মহেশখালী চ্যানেলে আবু তৈয়বের মরদেহ ও সন্ধ্যায় সোনাদিয়া চ্যানেলে সাইফুলের মরদেহ ভাসতে দেখেন জেলেরা। পরে নিহতের স্বজনরা কোস্টগার্ডের সহায়তা মরদেহ দুটি উদ্ধার করেন।

কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এ সময় ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে তীরে ফিরেন আরও ৩ জন। নিখোঁজ আট জেলের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার হলো আজ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১১ জেলে নিখোঁজ

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়