সারা বাংলা

সেই নাসির ৩ দিনের রিমান্ডে

পারিবারিক ঝামেলা থেকে রেহাই পেতে জেলে যাওয়ার উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ভাঙচুর চালানোর পরে গ্রেপ্তার হওয়া নাসির উদ্দীনকে (২৮) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (৯ জুলাই ) সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা এই আদেশ দেন। এর আগে, নাসিরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

আরও পড়ুন: জেলে যেতে ডিসি অফিস ভাঙচুর  

ঠাকুরগাঁও কোর্টের পুলিশ উপ-পরিদর্শক ওয়াহেদ ইসলাম জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর ৩ ধারায়, পেনাল কোর্টের ১৮৬, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ধারায় নাসিরের বিরুদ্ধে মামলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নাসির। এসময় তিনি ভবনটির দ্বিতীয় তলার নির্মিত অদম্য মুজিব কর্নারসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষের গ্লাস ও দরজা ভাঙচুর করেন। তাকে বাঁধা দিলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হন।

আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।