সারা বাংলা

ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত আটক

বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রতনকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন: বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে গলা কেটে হত্যা

আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়া ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান জানান, হত্যার পরপরই রতন বগুড়া থেকে পালিয়ে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করেন ইকবাল। সেই ক্ষোভ থেকে ইকবালকে হত্যা করেন রতন।

গত শনিবার দিবাগত রাতে ইকবালকে হাতুড়ির আঘাতে হত্যা করা হয়। শতাব্দী ফিলিং স্টেশনে ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আড়াইটার দিকে রতন একটি হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একাধিকবার আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যান।