বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে গলা কেটে হত্যা
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনে ইকবাল হাসান (৩৫) নামে এক কর্মচারীকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের দত্তবাড়ী এলাকার ফিলিং স্টেশনের অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইকবাল সিরাজগঞ্জের সদরের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহরের কাটনারপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন এই যুবক।
ফিলিং স্টেশনটির ম্যানেজার হাবিব জানান, গতকাল শনিবার রাতে তিনি কাজ শেষে বাসায় চলে যান। ইকবাল এবং রতনের নাইট ডিউটি ছিল। সকালে তিনি লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। রাতে ডিউটিতে থাকা রতনের খোঁজ পাচ্ছেন না। তার মোবাইল ফোন বন্ধ বলেও জানান তিনি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এছাড়া অর্থনৈতিক কোনো বিষয় আছে কিনা, সেটা আমরা খতিয়ে দেখছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
ঢাকা/এনাম/মাসুদ