সারা বাংলা

নিহত রাসেলের পরিবারের মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগ‌লার দরবারে হামলায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে চার হাজার জনকে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা মামলাটি করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।

গ্রেপ্তারকৃতরা হলেন- লতিফ (ইমাম) ও আসলাম শেখ।

নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে। তিনি নুরাল পাগলার ভক্ত ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের শহীদ ম‌হিউদ্দিন আনসার ক্লাবে জ‌ড়ো হয়ে বি‌ক্ষোভ ক‌রেন তৌহিদী জনতা। এক পর্যায়ে বিক্ষোভ থেকে নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। এ সময় রাসেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প‌রে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, “সেদিন পু‌লি‌শের ওপরও হামলা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।”