সারা বাংলা

ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় মামলা, আসামি ২৪০

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গা উপজেলায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ মোট ৯০ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১০০ থেকে ১৫০ জনকে। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান মামলাটি করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে। তাকে গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। মামলার দ্বিতীয় আসামি হলেন- হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে জড়ো হন। তারা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ম. ম. সিদ্দিক মিঞার নেতৃত্বে রাস্তায় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ সরে যেতে অনুরোধ করলে আন্দোলনকারীরা মারমুখী অবস্থান নেন। পরে পুলিশের ধাওয়ায় অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানানম আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।