রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে মারা যাওয়া সাজিদের (২) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে তাকে নেককিড়ি কবরস্থানে দাফন করা হয়। হাজারো মানুষ চোখের জলে বিদায় জানান সাজিদকে।
কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের সন্তান সাজিদ গত বুধবার দুপুরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ মাটির ৫০ ফুট গভীর থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সাজিদের দেহ জানাজার জন্য মাঠের দিকে নিয়ে যাওয়ার আগে বাড়িতে কান্নার ঢেউ ওঠে। স্বজনদের বুকফাটা আর্তনাদ, বিশেষ করে তার মা রুনা খাতুনের আকুতি মানুষকেও কাঁদায়। তিনি বারবার ছুটে যেতে চাইছিলেন সন্তানকে ছুঁয়ে দেখতে, জড়িয়ে ধরতে, কিন্তু তাকে ধরে রেখেছিলেন আশপাশের নারীরা। তবে, তাদের কেউ থামাতে পারেনি রুনা খাতুনের বুকফাটা আর্তনাদ।
গ্রামের মাঠে সাজিদের জানাজায় মানুষের ঢল নামে। কষ্ট নিয়ে গ্রামের বৃদ্ধ, তরুণ, স্কুলপড়ুয়া শিশু সবাই জানাজায় অংশ নেন। জানাজার নামাজ পড়ান কাজী মাওলানা মিজানুর রহমান। পরে নেককিড়ি কবরস্থানে সাজিদকে দাফন করা হয়।