ফরিদপুর শহরের ব্যস্ততম আলিপুর (আলীমুজ্জামান) ব্রিজের ওপর থেকে উদ্ধার হওয়া শক্তিশালী ‘বোমা’সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের পৌর বিসর্জন ঘাট এলাকায় এটি নিষ্ক্রিয় করা হয়।
আরো পড়ুন: ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী
বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা জানান, উদ্ধারকৃত বস্তুটি সাধারণ কোনো বোমা ছিল না; এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী আইইডি (Improvised Explosive Device)। এটি রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালিত হতো এবং এতে আলাদা পাওয়ার সাপ্লাই যুক্ত ছিল।
বোমা নিষ্ক্রিয়করণ দলকে নেতৃত্বদানকারী পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, উদ্ধারকৃত বোমাটি অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী ছিল। বিস্ফোরণের সময় এটি প্রায় ১৫ ফুট উপরে উঠে যায়। জনাকীর্ণ এলাকায় এর বিস্ফোরণ ঘটলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।
শনিবার (১০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর ব্রিজের ওপর রাখা খড়ির স্তূপ রাখা একটি পরিত্যক্ত স্কুল ব্যাগ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সেটি ব্রিজের নিচে কুমার নদীর পাড়ে নিয়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। পাশাপাশি ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়।
আজ সকালে ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ দল আসার পর সকাল ১০টার দিকে শহরের পৌর বিসর্জন ঘাট এলাকায় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। সেখানে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে এটি নিষ্ক্রিয় করা হয়।