ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৪, ১০ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ফরিদপুর শহরের আলিপুর সেতুর ওপর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার বস্তুটি বর্তমানে সেতুর নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর থেকে এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ভেতর স্কচটেপ দিয়ে পেঁচানো বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে সেটি সেতুর নিচে নদীর পাড়ে নিয়ে যাওয়া হয় এবং বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।

আরো পড়ুন:

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন বলেন, উদ্ধারকৃত বস্তুটি আপাতত নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসছে। তারা আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, বস্তুটি আসলে কী।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়