আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হারিকেন ইডার তাণ্ডব: বিদ্যুৎ বিচ্ছিন্ন নিউ অরলেন্স

আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘ইডা’। হারিকেন এর তাণ্ডবে নিউ অরলেন্স শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এই ঝড় শহরে আঘাত হানার সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল। যারা আশ্রয়কেন্দ্রে না গিয়ে এখনও শহরে রয়েছেন তাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। এরই মধ্যে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। 

২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার আঘাতে ১৮০০ মানুষ মারা যাওয়ার পর নিউ অরলেন্সে একটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইডা ‘প্রাণঘাতী’ হতে পারে, উপকূলে প্রচুর ধ্বংসযজ্ঞের আশঙ্কা করেছেন তিনি।

তিনি জানান, লুইজিয়ানা রাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। এটা ঠিক করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

রোববার ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে ইডা নিউ অরলেন্স আঘাত করে। তবে এখন এটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ হারিকেনের রূপ ধারণ করেছে। কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে গেছে। এতে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইডা