আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় করোনায় প্রথম মৃত্যু

করোনাভাইরাসে শনাক্তের একদিন পর উত্তর কোরিয়া আক্রান্ত  প্রথম রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

পড়ুন: উত্তর কোরিয়ায় করোনার প্রথম রোগী শনাক্ত, দেশজুড়ে লকডাউন

খবরে বলা হয়, জ্বরে আক্রান্ত ৬ জন মারা গেছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। দেশটিতে এক লাখ ৮৭ হাজার মানুষ জ্বরে ভুগছে, যাদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসি জানায়,  রাজধানী পিয়ংইয়ং-এ অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। সেখানে লকডাউন জারি করা হয়েছে। তবে কত মানুষ আক্রান্ত হয়েছে- সে পরিসংখ্যান দেওয়া হয়নি।

রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানাচ্ছে, রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে এক ধরনের অজানা জ্বরের বিস্ফোরণ ঘটেছে।

প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। তবে এদের মধ্যে কতজন করোনাভাইরাস পজিটিভ- সেটি জানানো হয়নি।

সূত্র: বিবিসি