আইন ও অপরাধ

সাহেদের ৪০ দিনের রিমান্ড চায় পুলিশ

করোনার পরীক্ষায় প্রতারণার দায়ে ১০ দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও আদালতে নেওয়া হয়েছে। 

রোববার (২৬ জুলাই) সকালে তাকে আদালতে নেওয়া হয়। উত্তরা পূর্ব থানার একটি ও উত্তরা পশ্চিম থানায় দায়ের করা তিন মামলায় মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।  

গত ১৬ জুলাই প্রতারণার মামলায় সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাহেদের মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়।

১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। এর আগে ৬ জুলাই সাহেদের নিয়ন্ত্রণাধীন উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল এর দুটি শাখায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া হয়। 

**অস্ত্র মামলায় সাহেদকে আদালতে তোলা হচ্ছে

** যেভাবে প্রতারণার জাল বুনতেন সাহেদ

** সাহেদের রিমান্ড চাইবে পুলিশ

** ডিবি কার্যালয়ে সাহেদ

** সাহেদ খুবই চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্সু: র‌্যাব ডিজি

** উত্তরায় সাহেদের ব্যক্তিগত কার্যালয় ঘিরে রেখেছে র‍্যাব

** সাহেদকে নিয়ে র‌্যাবের ব্রিফিং বিকেল ৩টায়

** রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ গ্রেপ্তার

** হেলিকপ্টারে ঢাকায় আনা হলো রিজেন্ট সাহেদকে

 

ঢাকা/মামুন/ইভা