মিডিয়া

নিবন্ধন অনুমতির সংশোধিত তালিকায় ৩৪ নিউজ পোর্টাল

দশটি নিউজ পোর্টালের নাম বাদ দিয়ে প্রথম দফা নিবন্ধনের জন্য রাইজিংবিডি.কমসহ মোট ৩৪টির সংশোধিত তালিকা প্রকাশ করেছে সরকার। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যরাতে তথ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশোধিত এ তালিকা প্রকাশ করা হয়। সেখানে পত্রিকার অনলাইন ভার্সনগুলো বাদ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এর আগে রাত ১০টার দিকে তথ্য মন্ত্রণালয় অনলাইন ও পত্রিকার অনলাইন ভার্সন মিলে ৪৪টির তালিকা প্রকাশ করে।

আরও পড়ুন: নিবন্ধনের অনুমতি পেলো রাইজিংবিডিসহ ৪৪ অনলাইন পোর্টাল

প্রথম দফায় নিবন্ধনের জন্য ৪৪টি অনলাইন নিউজপোর্টালের তালিকা প্রকাশ করা হলেও পরে ১০টি কমিয়ে তা সংশোধন করা হয়। 

তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যেসব অনলাইন নিউজপোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাগুলোর অনাপত্তি পাওয়া গেছে, শুধুমাত্র সেগুলোর তালিকা প্রকাশ করা হলো এবং তাদের রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হলো।

এতে আরও বলা হয়, পরে অন্যান্য অনলাইন নিউজপোর্টালগুলোর ব্যাপারে অনাপত্তি প্রতিবেদন প্রাপ্তির সঙ্গে সঙ্গে সেগুলোর নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। তাই এ বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

অনাপত্তিপ্রাপ্ত নিউজপোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন শেষ করার অনুরোধ করা হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>