জাতীয়

বিধিনিষেধ শেষ হচ্ছে আজ, কাল থেকে চলবে সবকিছু

সড়কে অর্ধেক যানবাহন চলাচলের শর্তে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ মঙ্গলবার (১০ আগস্ট)।আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিধিনিষেধ শিথিলের আগেই রাজধানীতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়ে গেছে। 

আরও পড়ুন: বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন, চলবে সবকিছু

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।

আরও পড়ুন: বিনোদনকেন্দ্র ও জমায়েত বন্ধ থাকবে

করোনা সংক্রমণ রোধে ১লা জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, কোরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়। ১৯ দিনের এ বিধিনিষেধ শেষ হচ্ছে আজ।

আরও পড়ুন: পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন: কাদের