জাতীয়

দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত

দেশে নতুন করে আরও তিন জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় চার জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। দেশে এখন পর্যন্ত মোট সাত জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় একজনের এবং রাতে বাকি তিন জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।  

বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা প্রতিষ্ঠানে জমা পড়া নমুনায় এ ভাইরাস শনাক্ত হয় বলে জানা গেছে। 

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে দেশে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় প্রতিষ্ঠানটি। 

গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দুই জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য।