জাতীয়

শহীদ মিনারে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ

প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৮ মে) দুপুর ১টার দিকে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। এর আগে, সকাল ১১টায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।

শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টার দিকে গাফ্ফার চৌধুরীর মরদেহটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০২) ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হয়।

গাফ্‌ফার চৌধুরীর মরদেহ বিমানে তোলার সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্‌ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

আরো পড়ুন: গাফ্‌ফার চৌধুরীর মরদেহ দেশে এসেছে