আইন ও অপরাধ

নিপুণের আপিল শুনানি আজ

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের করা আপিলের শুনানি আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শুনানির জন্য এদিন ধার্য করেন। 

আদালতে নিপুণের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের এই আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করেন নিপুণ। তার করা আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

আরো পড়ুন: নিপুণের আপিল শুনানি বুধবার

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের আপিল

প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জায়েদের

জায়েদ-নিপুণের ব্যাপারে নাক গলাতে চাই না: ইলিয়াস কাঞ্চন