সারা বাংলা

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৮ জন রয়েছেন। রোববার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক।

বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। শনিবার (৪ জুন) রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণ ঘটে।

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

আরও পড়ুন

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কনটেইনার ডিপোতে দাহ্য পদার্থ ছিলো: ফায়ার সার্ভিস

সীতাকুণ্ডে কাজ শুরু করেছে সেনা সদস্যরা

সীতাকুণ্ডে আগুন: উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা