ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কনটেইনার ডিপোতে দাহ্য পদার্থ ছিলো: ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৫ জুন ২০২২   আপডেট: ১১:৫৬, ৫ জুন ২০২২
কনটেইনার ডিপোতে দাহ্য পদার্থ ছিলো: ফায়ার সার্ভিস

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক ছিলো। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। 

রোববার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে ফায়াস সার্ভিসে কর্মকর্তারা জানান, কনটেইনারে একই সঙ্গে দাহ্য পদার্থ ও গামেন্টস আইটেম থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। তবে নিশ্চত হওয়া যায়নি আগুনের সূত্রপাত সম্পর্কে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুন: দুই ফায়ারকর্মীর লাশ উদ্ধার

ফোনে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে পুড়ে অঙ্গার মোমিনুল

আগুনের লাইভ করছিল, বিস্ফোরণে উড়ে গেল তরুণ

আগুন জ্বলছে, ফায়ার সার্ভিসের অসহায় আত্মসমর্পণ!

দগ্ধদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র‌্যাব

সীতাকুণ্ডে আগুন: উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা

সীতাকুণ্ডে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়