খেলাধুলা

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ার্ল্ড সুপার সিরিজে’ অংশ নিবে বাংলাদেশ সেস্টোবল দল

বিশ্বের ১২টি দল নিয়ে ভারতের বেঙ্গালুরুতে চলতি মাসে অনুষ্ঠিত হবে ‘প্রথম ওয়ার্ল্ড সুপার সিরিজ সেস্টোবল প্রতিযোগিতা-২০২৩।’ এই প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ সেস্টোবল দল। আর বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করবে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’।

এ বিষয়ে বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্না আক্তার বলেন, ‘ভারতের বেঙ্গালুরুতে ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম ওয়ার্ল্ড সুপার সিরিজ সেস্টোবল প্রতিযোগিতা-২০২৩। এই প্রতিযোগিতায় ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নারী ও পুরুষ সেস্টোবল দল অংশ নিবে। টুর্নামেন্টে অংশ নিতে ১৯ মে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল।’

জানা যায়, গেল মার্চে ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান সেস্টোবল প্রতিযোগিতায় বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন ও পুরুষ দল রানার্স-আপ হয়ে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

সুপার সিরিজ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- ভারত, বাংলাদেশ, আর্জেন্টিনা, মালয়েশিয়া, থাইল্যান্ড, কেনিয়া, ফ্রান্স, জিম্বাবুয়ে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ইন্দোনেশিয়া।

এই টুর্নামেন্টেও ভালো করার ব্যাপারে আশাবাদী ঝর্না আক্তার, ‘আশা করছি সাউথ এশিয়ান সেস্টোবলের মতো এই টুর্নামেন্টেও আমাদের দল ভালো করবে।’

বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সেস্টোবল নতুন খেলা হলেও আমরা ওয়ালটন পরিবার শুরু থেকেই সেস্টোবলের পাশে আছি। বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ সেস্টোবল দল সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফল করছে। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাউথ এশিয়ান সেস্টোবল টুর্নামেন্টে অংশ নিয়ে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছিল। আর পুরুষ দল ভারতের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল। আশা করছি সুপার সিরিজ টুর্নামেন্টেও ভালো ফল করবে আমাদের নারী ও পুরুষ দল। সে কারণে অন্যান্যবারের মতো এবারও সেস্টোবল দলকে পৃষ্ঠপোষকতা করতে ওয়ালটন পরিবার এগিয়ে এসেছি।’

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ইভেন্ট পার্টনার হিসেবে থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে রাইজিংবিডি ডটকম।