সারা বাংলা

৩ মাস পর নিহত যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত হওয়ার তিনমাস পর বাবলু হকের (৪১) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সোনামসজিদ সীমান্তে তার মরদেহ হস্তান্তর করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

বাবুল হক (৪১) জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবুপুর-মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

আরও পড়ুন: সীমান্ত হত্যা: লাশের অপেক্ষায় স্বজনরা

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফের সদস্যরা বাবুলকে গুলি করে। এতে তিনি মারা যান। বৃহস্পতিবার তার মরদেহ সোনামসজিদ সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে বিএসএফ। আইনিপ্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় পুলিশ, বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ ও বিজিবির উপস্থিতিতে নিহতের ভাই মো. সাজেবুল হকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের আগষ্টের ২৩ তারিখে ভারতের অভ্যন্তরে বাবুল হক উনিশবিঘি এলাকায় প্রবেশ করলে মালাদার ৭০ বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেন। পরে বিএসএফের সদস্যরা বাবুল হকের লাশ নিয়ে যায়।