খেলাধুলা

নেইমারের সঙ্গে পুরনো দ্বন্দ্ব নিয়ে যা বললেন নতুন কোচ

ঘটনাটা ২০১০ সালের। নেইমার দ্য সিলভা জুনিয়র তখন সান্তোসে খেলেন। আর সেই দলের কোচ ছিলেন দোরিভাল জুনিয়র। এক ম্যাচে নেইমারকে না খেলিয়ে বেঞ্চে বসিয়ে রাখায় বরখাস্ত হয়েছিলেন তিনি। এবার তিনিই হয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ। যার তত্ত্বাবধানে খেলতে হবে নেইমার-ভিনিসিউসদের।

সঙ্গত কারণেই নেইমারের সঙ্গে পুরনো সেই দ্বন্দ্ব নিয়ে নতুন কোচ দোরিভালকে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য চমৎকারভাবে সেটার জবাব দিয়েছেন।

‘তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তার সঙ্গেও আমার কোনো ঝামেলা নেই। আসলে সান্তোসে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আমাদের সবার ধারনা ও প্রত্যাশার চেয়ে বেশি কিছু ছিল। অপ্রয়োজনীয়ও ছিল বটে। সান্তোসের বোর্ড সেই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি তাদের সিদ্ধান্তকে এখনও সম্মান জানাই। এই আর কি। এটা নিয়ে কখনোই আমাদের কোনো ঝামেলা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সেই ঘটনার পর নেইমার কিংবা সান্তোসের কারও সঙ্গে আমার যতোবার দেখা হয়েছে সবগুলোই ছিল ইতিবাচক পরিস্থিতি। সাধারণভাবে বললে বলতে হবে- ফুটবল খুবই ডায়নামিক। যেখানে জান্নাত কিংবা জাহান্নাম সব সময় ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থান করে।’