সারা বাংলা

সাজেকে পালিত হচ্ছে আধাবেলার অবরোধ

দুই ইউপিডিএফ সদস্যের হত্যাকারীদের বিচারের দাবিতে সাজেকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হচ্ছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এতথ্য জানান। এর আগে, সংগঠনটির সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করার কথা ছিল। 

বিবৃতিতে অডিট চাকমা, সবাইকে আধাবেলার সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

গতকাল মঙ্গলবার দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ইউপিডিএফ। এই সমাবেশ থেকে আজ বুধবার সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। আজ বুধবার সকাল ৬টা থেকে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।

প্রসঙ্গত, গত রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাচালং ব্রিজ পাড়া গ্রামে দুর্বৃত্তরা দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করে।