খেলাধুলা

জাজেদার ‘ভুল কলে’ রান আউট নিয়ে যা বললেন সরফরাজ

অভিষেক টেস্ট ফিফটি দিয়ে রাঙালেন ভারতের ঘরোয়া ক্রিকেটে সময়ের অন্যতম সেরা পারফরমার সরফরাজ খান। শুধুই ফিফটিই করেননি, ছুঁয়েছেন রেকর্ডও। মাত্র ৪২ বলে ফিফটি ছুঁয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে টেস্টে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। ৯ চার ও ১ ছক্কায় ৬৬ বলেই করে ফেলেছিলেন ৬২ রান। এরপর রবীন্দ্র জাদেজার ভুল কলে রান আউট হয়ে যান তিনি। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জাদেজা।

তবে বিষয়টিকে মোটেই আমলে নেননি সরফরাজ। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে ইতিবাচক জবাব দেন অভিষিক্ত এই ব্যাটসম্যান। সরফরাজ বলেন, ‘আসলে এটা খেলারই অংশ। ক্রিকেটে ভুল কল, ভুল যোগাযোগ হয়েই থাকে। কখনো কখনো রান আউট হবেন। কখনো কখনো রান পাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি মধ্যাহ্ন বিরতির সময় জাদেজার সঙ্গে কথা বলেছিলাম। তাকে সে সময় অনুরোধ করেছিলাম যে আমি যখন ব্যাট করতে নামবো তখন আমার সঙ্গে কথা বলবেন। খেলার সময় কথা বলাটা আমি পছন্দ করি। এটা আমার প্রথম ম্যাচ ছিল। তাকে বলেছিলাম যখন আমি মাঠে নামবো আমার সঙ্গে কথা চালিয়ে যাবেন। মাঠে নামার পর তিনি আমার সঙ্গে কথা বলেছেন। পুরোটা সময় সাপোর্ট করেছেন।’

রোহিত শর্মার ১৩১, জাদেজার অপরাজিত ১১০ ও সরফরাজের ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলে প্রথমদিন শেষ করেছে ভারত।