খেলাধুলা

‘ভালো ক্রিকেট খেলেছি কিন্তু ফল পক্ষে আসেনি’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম সিরিজ হার। মাঝে বাংলাদেশ ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। নিউ জিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ ড্র করেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পায় ৮ উইকেটে। শনিবার তৃতীয় ম্যাচ হেরেছে ২৮ রানে। সিরিজ হারলেও অধিনায়ক শান্ত ভালো ক্রিকেট খেলার কথা বললেন।

পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেছেন, ‘তারা দারুণভাবে ব্যাটিং শুরু করেছিল। কিন্তু আমরা শক্তভাবে ফিরে এসেছিলাম। বিশেষ করে শেষ ৪-৫ ওভারে। এজন্য বোলারদের ক্রেডিট দেওয়া উচিত। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হলে প্রথম ছয় ওভারে ভালো করার পথ খুঁজতে হবে। আমরা তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু দুটিতে ফল পক্ষে আনতে পারিনি। আজ রিশাদ, তাসকিন ও মেহেদী দারুণ ব্যাটিং করেছে। তাদের ব্যাটিংয়ে আমি খুশি।’

ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন পেসার নুয়ান থুসারা। শান্ত, তাওহীদ ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে হ্যাটট্রিক পান ডানহাতি পেসার। পরে সৌম্য ও শরীফুলের উইকেট নেন। সিরিজ নির্ধারণে ম্যাচে তার বোলিংয়ের প্রশংসা করলেন শান্ত, ‘নুয়ান থুসারাকে কৃতিত্ব দিতে হবে। আমি বলবো, অসাধারণ বোলিং করেছে।’

১৩ মার্চ থেকে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি সিরিজ হারলেও এখান থেকে আত্মবিশ্বাস নেওয়ার কথা বললেন শান্ত, ‘আমরা এই সিরিজ থেকে অনেক আত্মবিশ্বাস গ্রহণ করতে পারি। যদিও ফরম্যাটটা ভিন্ন। আমরা ভালো কিছুর আশা করতে পারি।’