খেলাধুলা

রুতুরাজের ২ রানের আক্ষেপ, চেন্নাইর বড় সংগ্রহ

মাত্র ২ রানের জন্য ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মিস করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আজ রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ওভারে আউট হয়েছেন ৯৮ রান করে। তার ও ড্যারিল মিচেলের ফিফটিতে ভর করে ২১২ রানের বড় সংগ্রহ পেয়েছে চেন্নাই সুপার কিংস। জিততে হায়দরাবাদকে করতে হবে ২১৩ রান।

ব্যাট করতে নেমে ১৯ রানেই আজিঙ্কা রাহানেকে হারায় চেন্নাই। তিনি ১২ বলে ১ চারে ৯ রান করে ফেরেন ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে। সেখান থেকে রুতুরাজ ও ড্যারিল ১০৭ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। দলীয় ১২৬ রানের মাথায় ড্যারিল ফিরেন ৩২ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে।

এরপর রুতুরাজ ও শিবাম দুভে ইনিংস টেনে নেন ২০০ পর্যন্ত। তখন সেঞ্চুরি পেতে মাত্র ২ রান দূরে ছিলেন রুতুরাজ। এ সময় নটরাজনের বলে আউট হয়ে যান তিনি। ৫৪ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৯৮ রান আসে তার ব্যাট থেকে।

দুবে ২০ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৩৯ রানে। তাতে চেন্নাইর সংগ্রহ ২১২ পর্যন্ত যায়। এই ম্যাচ বড় ব্যবধানে জিতলে হায়দরাবাদকে ছুঁয়ে টেবিলের শীর্ষ চারে জায়গা করে নিতে পারবে চেন্নাই।