বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কসমেটিক্স ব্যবসায়ী বিপ্লব মণ্ডল (৩৬) মারা গেছেন। গতকাল সোমবার (৩০ জুন) মধ্যরাতে বরগুনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এনিয়ে জেলায় ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরো ৯৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জনে। মঙ্গলবার (১ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে মারা গেছেন বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ও বধুয়া কসমেটিক্সের স্বত্বাধিকারী বিপ্লব মণ্ডল। আমরা চেষ্টা করেছিলাম। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে না এসে বাড়িতে ছিলেন। এজন্য অবস্থার অবনতি হয়ে তিনি মারা গেছেন।
বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩ জন, বেতাগীতে একজন, পাথরঘাটায় দুইজন, তালতলীতে ছয়জন এবং বামনায় ১১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩ জন, আমতলীতে আটজন, বেতাগীতে দুইজন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় তিনজন এবং তালতলীতে ছয়জন চিকিৎসাধীন।