ক্যাম্পাস

রাইজিংবিডিতে ‘মা’কে নিয়ে গল্প লিখে পুরস্কার পেলেন আফরোজা

মা দিবস উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ‘আমার মা’ বিষয়ে গদ্য-গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে।

বিচারকদের রায়ে প্রতিযোগিতায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের আফরোজা খাতুন (মায়ের বকা শুনতে শুনতে আমরা ‘নির্বাণ লাভ’ করেছিলাম)। পুরস্কার হিসেবে তাকে রাইজিংবিডির পক্ষ থেকে ৫ হাজার টাকার বই উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) আফরোজা খাতুনের হাতে পুরষ্কার তুলে দেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিলটন, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।

এ সময় রাইজিংবিডির মফস্বল সম্পাদক রফিক মুয়াজ্জিন, শিফট ইনচার্জ সাইফ বরকতুল্লাহ, জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক রাহাত সাইফুল, আন্তর্জাতিক বিভাগের ইনচার্জ শাহেদ হোসেন, ক্যাম্পাস বিভাগের ইনচার্জ মেহেদী হাসানসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুরস্কার পেয়ে আফরোজা খাতুন বলেন, “আমি মূলত পাঠক। রাইজিংবিডি যখন মা দিবস নিয়ে গল্প লেখার আহ্বান করে, তখন লিখেছিলাম। লেখা প্রকাশ করাটাই তখন ছিল আমার জন্য বড় প্রাপ্তি। আর সেরা লেখকের পুরস্কার, এটা তো আমার জন্য অভিনব একটা ব্যাপার। রাইজিংবিডিকে ধন্যবাদ, আমাদের মতো সাধারণ পাঠককে লেখক হতে উৎসাহিত করেছে এবং আমাদের স্বীকৃতি দিয়েছে।” 

তিনি বলেন, ‘‘আমি রাইজিংবিডির নিয়মিত পাঠক। সেজন্য এটা ফেসবুকে স্ক্রল করতে করতে মা’কে নিয়ে গল্প লেখার প্রতিযোগিতার বিষয়টি সামনে চলে আসে। আমার লেখা বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে। তবে আমি এর আগে কখনো পুরস্কার পাইনি, এবারই প্রথম পুরস্কার পেলাম। আমাকে নির্বাচিত করার জন্য রাইজিংবিডিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”