গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সহ-সভাপতি ও জিটিভির ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন, সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের ফরিদপুর প্রতিনিধি আশরাফুজ্জান দুলাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, দপ্তর সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির মাসুদুর রহমান তরুণ এবং প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম মনি।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুহিন হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।