সারা বাংলা

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য

ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন তিনি।

প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, ‍“আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর সঙ্গে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কোনো সংশ্লিষ্টতা নেই।”

এদিকে, ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তারা গত সোমবার (১৮ আগস্ট) থেকে এই কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা আরো দুটি নতুন দাবি যুক্ত করেছেন। তার একটি উপাচার্যের পদত্যাগ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তন।