সারা বাংলা

বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে পূর্ব ঘোষিত তিনদিনের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছেন আন্দোলনকারীরা। তারা আগামী মঙ্গলবার ও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কর্যালয় ও আদালতের সামনে বিক্ষোভ পালনকালে এ ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম বলেন, “জনগণের দুর্ভোগ বিবেচনায় হরতালে শুধুমাত্র মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ পালন করা হবে। এসময় দোকানপাট খোলা থাকবে এবং রিকশা ও মোটরসাইকেল চলবে।”

তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল-অবরোধ পালন করা হবে। এ সময় কেবল মহাসড়ক অবরোধ থাকবে, ইউনিয়ন বা অভ্যন্তরীণ সড়ক খোলা থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেন, “জরুরি সেবাদানকারী যানবাহন যেমন- অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থীদের বাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতালের আওতার বাইরে থাকবে।”

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জানান, বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের জন্য স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করা হবে। তিনি বলেন, “আমরা উচ্চ আদালতে রিট করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি।”