সারা বাংলা

এ্যানিকে ক্ষমা চাওয়ার দাবি, ধৃষ্টতা বলছে যুবদল-ছাত্রদল

লক্ষ্মীপুরে চরমোনাই পীরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বিবৃতি দিয়েছে দলটির লক্ষ্মীপুর জেলা শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বিবৃতিটি দেন।

আরো পড়ুন: জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই পীর ভণ্ড: এ্যানি

এদিকে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেওয়া বিবৃতিকে চরম ধৃষ্টতা বলে দাবি করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল ও ছাত্রদল। 

গতকাল সোমবার জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ূন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আকবর মুন্না প্রেরিত পৃথক বিবৃতিতে একথা বলা হয়।  

গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ্যানি বলেন, ‍‍“চরমোনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন ইসলামী আন্দোলনের কাউকে খুঁজে পাইনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।’’ 

তিনি বলেন, ‍“ইসলামী দলগুলো পিআর পদ্ধতির নামে আন্দোলন করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। তাদের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের  সকলকে ঐক্যবদ্ধ খাকতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিবৃতিতে বলা হয়, এ্যানির বক্তব্য মিথ্যাচার ও মানহানিকর। চরমোনাই পীর সম্পর্কে কটূক্তি করে তিনি ইসলামপন্থিদের অনুভূতিতে আঘাত করেছেন। বিএনপির উচিত এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা।

দলটির পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করেনি, বরং ইসলামী রাজনীতিকে বিভ্রান্ত করেছে। এখন আবার ‘ইসলামী জোট’ গঠনের নামে ইসলামী দলগুলোর কাঁধে ভর করে রাজনীতিতে সুবিধা নিতে চায়।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজ, দালাল ও ষড়যন্ত্রকারীদের দলে জায়গা দিতে গিয়ে এখন বিএনপি নিজেরাই জনআস্থা হারাচ্ছে। ইসলাম প্রিয় জনতা এসব মিথ্যাচার আর মেনে নেবে না।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন দল সম্পর্কে যে মন্তব্য করেছেন- তা আংশিক নয়, পুরোপুরি সত্য। এই বক্তব্যকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন- লক্ষ্মীপুর জেলার নেতারা যে করুচিপূর্ণ মন্তব্য, শিষ্টাচার বহির্ভূত হুমকি ও ধৃষ্টতা প্রদর্শন করেছেন; নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা ঘৃনভাবে প্রত্যাখান করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার নেতাদের বিবৃতি প্রত্যাহর করে ক্ষমা চেতে আহ্বান জানানো হয়েছে।