সারা বাংলা

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ, ভোগান্তি 

ময়মনসিংহে পরিবহন শ্রমিকপক্ষের পাল্টা কর্মসূচির কারণে রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়ন।

আরো পড়ুন: জুলাইযোদ্ধা লাঞ্ছিত, ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

রবিবার ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস। দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় ঢাকায় কর্মরত যাত্রীরা বিকল্প যানবাহনে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন।

ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ইউনাইটেডসহ সৌখিন পরিবহনের অন্তত ৩০০ গাড়ি। ফলে সকালে অফিসগামী ও বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েন চরম বিপাকে। 

আরো পড়ুন: ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহন বন্ধ

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, গতকাল শনিবার বিকেলে ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধ থাকার আশ্বাসে মাসকান্দা বাসট্যান্ডে জুলাইযোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি এবং ঢাকা বাইপাস এলাকা থেকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে শ্রমিক নেতাদের নির্দেশে আজ সকাল থেকে আবারো ঢাকা-ময়মনসিংহ রোডে এবং বিভাগের ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর ছাড়াও কিশোরগঞ্জের সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। 

ঢাকাগামী যাত্রীরা বলেন, গতকাল থেকে অনেকেই ঢাকা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আন্দোলনের কারণে যেতে পারছেন না। হুটহাট করে এমন বাস বন্ধের সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, অন্তত বাসস্ট্যান্ড রাজনীতি মুক্ত থাকুক। 

ইউনাইটেড পরিবহনের চালকের সহকারী সোহেল রানা বলেন, “বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। কিন্তু এবার বাস বন্ধের যৌক্তিক কারণ রয়েছে। একটি ঘটনা ঘটায় শ্রমিক অরিণ জেলে রয়েছে। তারপরে ১৬টি বাস বন্ধের পাশাপাশি জব্দ করতে হবে এমন দাবি মানার মতো নয়। কারণ এসব বাসের সঙ্গে শ্রমিকদের রিজিক জড়িত।”

ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “এনসিপির কয়েকজনকে সামনে রেখে একটি পক্ষ বিষয়টি বড় করছে। তারা অনৈতিক সুবিধা নিতে প্রায়ই এমন ঝামেলা সৃষ্টি করে।”

তিনি আরো বলেন, “গতকাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করার সিদ্ধান্ত হওয়ায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছিল। ঢাকার নেতারা তা মানতে নারাজ, যে কারণে ইউনাইটেড এবং সৌখিন পরিবহন চলাচল বন্ধ থাকে। আজ সকাল থেকে বিভাগের চার জেলাসহ কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে।” 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশৃঙ্খলা বা আন্দোলন নেই। বাস চলাচল বন্ধের বিষয়টি মূলত বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। ঢাকা থেকে আলোচনা চলছে। সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।”