ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহন বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:৪৬, ১২ অক্টোবর ২০২৫
ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহন বন্ধ

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি (শনিবারের ছবি)

ময়মনসিংহে জুলাইযোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিতের ঘটনায় আওয়ামী লীগ নেতা পরিচালিত ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। 

গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ইউনাইটেড বাসের লাইনম্যান অরুণ ঝন্টু আবু রায়হানকে গায়ে হাত তোলা, কটূক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে ‘জুলাই অভ্যুথানের বীর যোদ্ধাগণ’ ব্যানারে অবস্থান কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শুক্রবার রাত ৯টা থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে ১০-১৫ জন বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি শুরু করেন।

এসময় তারা দাবি জানান শহীদ সাগর হত্যা মামলার আসামি নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সকল বাস বন্ধ করতে হবে। 

এদিকে এর প্রতিবাদে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে সকল ধরনের যানচলাচল বন্ধ করে অবস্থান নেন শ্রমিকরা। এতে দীর্ঘ কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে প্রশাসন ও জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ দফায় দফায় আলোচনা করে আমিনুল হক শামীম পরিচালিত ১৬টি ইউনাইটেড বাস বন্ধের সিদ্ধান্ত নিলে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। 

ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “আবু রায়হানকে লাঞ্ছিতের বিচার, ফ্যাসিস্ট শামীম নিয়ন্ত্রিত ১৬টি বাস বন্ধ, ম্যানেজারকে প্রত্যাহার এবং সকল দোসরকে চাকরিচ্যুত করার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।” 

ভুক্তভোগী আবু রায়হান বলেন, “প্রশাসন এবং শ্রমিক নেতারা আমাদের দাবি মেনে নেওয়ায় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা চাই মাসকান্দা বাসস্ট্যান্ডে ফ্যাসিস্টের কোন স্মৃতি চিহ্ন না থাকুক। তবে দাবি মেনে নেওয়ার পর শুনেছি মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড এবং সৌখিন পরিবহনের কোন বাস ছেড়ে যাচ্ছে না। তবে সেটি একান্তই তাদের বিষয়। কিন্তু যাত্রী দুর্ভোগ বাড়লে আমরা বসে থাকব না।”

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “আমিনুল হক শামীম পরিচালিত ১৬টি বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করার সিদ্ধান্ত হওয়ায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ঢাকার নেতৃবৃন্দ তা মানতে নারাজ। যে কারণে ইউনাইটেড এবং সৌখিন পরিবহন বন্ধ রয়েছে। এ নিয়ে তাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।” 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “ঢাকা ময়মনসিংহ রুটে ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তে বৈষম্যবিরোধী এবং শ্রমিকদের চলা পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার হয়। কিন্তু তাদের নিজেদের মধ্যে সমস্যার কারণে বাস বন্ধ রয়েছে।”

ইউনাইটেড পরিবহনের চালক সোহেল রানা বলেন, “শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত মালিক পক্ষ বাস চলাচলে নিষেধ করেছেন। আমাদের দাবি, গ্রেপ্তার শ্রমিককে মুক্তি দিতে হবে।”

ঢাকা/মিলন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়