বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে অপরাজিত ১৪২ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ৭৭ বলে ২০ টি চারের মারে খেলেন অপরাজিত ১১৩ রানের ইনিংস। তার সঙ্গে আরেক উদ্বোধনী ব্যাটার ফোবি লিচফিল্ড খেলেন ৭২ বলে ১২টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৪ রানের ইনিংস। তাতে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৯৯ রানের টার্গেট অস্ট্রেলিয়ার মেয়েরা কোনো উইকেট না হারিয়ে ২৪.৫ ওভারেই ছুঁয়ে ফেলে।
এই জয়ে ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের ষষ্ঠ স্থানে।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে বাংলাদেশের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শবনম মোস্তারি ৮০ বলে ৯টি চারে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো রুবিয়া আক্তার ঝিলিক ৮ চারে করেন ৪৪ রান। এছাড়া শারমিন আক্তার ১৯ ও নিগার সুলতানা জ্যোতি করেন ১২ রান। অবশ্য অতিরিক্ত খাত থেকে বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ ২৮ রান। যার মধ্যে ওয়াইড ২২টি!
বল হাতে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ১০ ওভারে ৪ মেডেনসহ ১৮ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। জর্জিয়া ৭ ওভারে ১ মেডেনসহ ২২ রানে নেন ২টি। অ্যানাবেল সাদারল্যান্ড ১০ ওভারে ১ মেডেনস ৪১ রানে ২টি এবং অ্যাশলে গার্ডনার ৯ ওভারে ৪৮ রানে নেন ২টি উইকেট।
পরের ম্যাচে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর বুধবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।