নভেম্বরের মাঝামাঝিতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। একটি আন্তর্জাতিক প্রীতি, অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। এর জন্য বুধবার সন্ধ্যায় (৫ নভেম্বর) ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
তবে দুই ম্যাচের দলে কিছু পরিবর্তন এনেছেন স্প্যানিশ কোচ কাবরেরা। নিষেধাজ্ঞার কারণে দুই হলুদ কার্ড পাওয়া ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম নেপাল ম্যাচে থাকছেন না। পাশাপাশি প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান ও অভিজ্ঞ ফরোয়ার্ড সুমন রেজা। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন গোলরক্ষক পাপ্পু এবং ডিফেন্ডার শাকিল হোসেন।
দল ঘোষণা করা হলেও অনুশীলন শুরু হয়েছে সীমিত পরিসরে। বুধবার জাতীয় দলের প্রথম দিনের অনুশীলনে ছিলেন মাত্র ১৫ ফুটবলার। বসুন্ধরা কিংসের দশ জন খেলোয়াড় ক্লাব দায়িত্ব শেষে ৭ নভেম্বর থেকে যোগ দেবেন ক্যাম্পে। আর দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরি ও ডিফেন্ডার শামিত সোম যথাক্রমে ১০ ও ১২ নভেম্বর ঢাকায় যোগ দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিজেদের ফর্ম নিয়ে ভুগছে। গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে নেমে গেছে তারা। চার ম্যাচে ভারতের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। একই পয়েন্ট বাংলাদেশেরও। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে অবস্থান করছে লাল–সবুজের দল। গ্রুপের শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর- দু’দলই আট পয়েন্ট নিয়ে মূল পর্বের দৌড়ে এগিয়ে।
নেপাল ও ভারতের বিপক্ষে এই দুই ম্যাচ তাই বাংলাদেশের জন্য শুধু প্রস্তুতির মঞ্চ নয় বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগও বটে। কোচ কাবরেরা ও তার শিষ্যরা সেটিই চাইবেন। নিজেদের ছন্দে ফিরে এসে দর্শকদের উপহার দিতে এক ঝলক আশার ফুটবল।
২৭ সদস্যের বাংলাদেশ দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী ও সমিত সোম।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ও রাকিব হোসেন।