হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের একটি মসজিদের ভেতরে ছুরিকাঘাতে ইমরুল মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত রোসেল মিয়াকে আটক করেছে র্যাব।
শনিবার (৮ নভেম্বর) জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: নবীগঞ্জে মসজিদে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা
আটক রোসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।
র্যাব জানায়- সম্প্রতি নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে একজনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মামলা হয়। হত্যা মামলায় গত ১৬ সেপ্টেম্বর ইমরুল মিয়া নামে একজন গ্রেপ্তার হন। গত ২ নভেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়িতে যান। এ ঘটনায় নিহত জাবেদের পরিবার ক্ষুদ্ধ হন।
গত ৭ নভেম্বর জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রোসেল মিয়া ইমরুলকে ছুরিকাঘাত করেন। গুরুত্বর অবস্থায় মুসল্লিরা ইমরুলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।