ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীগঞ্জে মসজিদে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৫২, ৭ নভেম্বর ২০২৫
নবীগঞ্জে মসজিদে মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইমরুল মিয়া (৪০)। তিনি উপজেলার বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজের সময় ইমরুল মিয়ার ওপর একই গ্রামের রুশেল মিয়া (২২) ধারালো চাকু নিয়ে হামলা চালান। এতে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, ‘‘পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়