প্রকৃতি যেন চায়নি টানা দুই দিন নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে মুখোমুখি হোক। নেলসনে বৃষ্টির বাগড়ায় মাত্র ৩৯ বলের খেলা গড়াতেই থেমে যায় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজেও এগিয়ে রইলো নিউ জিল্যান্ড। শেষ ম্যাচে, অর্থাৎ বৃহস্পতিবার ডানেডিনে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে থাকবে সিরিজ সমতায় আনার সুযোগ।
দিনের শুরু থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। পূর্বাভাসও অনুকূলে ছিল না। দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বেশ উচ্চ। তবু সময়মতো টস ও খেলা শুরু হয়। কিন্তু পাঁচ ওভার পরেই আসে প্রথম বাধা। প্রায় আধা ঘণ্টার জন্য খেলা বন্ধ রাখতে হয়। খেলা ফের শুরুর নয় বল পর আবারও নামে বৃষ্টি। আর তাতেই শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের ঘোষণা আসে।
এর আগে অল্প সময়ের সেই খেলায় নিউ জিল্যান্ডের পেসার কাইল জেমিসন ও জ্যাকব ডাফি দারুণ নিয়ন্ত্রণে রেখেছিলেন ক্যারিবীয় ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও আমির জংগুকে। মেঘলা আবহাওয়া আর পুরনো পিচের সুযোগ নিয়ে দুজনই নিখুঁত লেন্থে বল ফেলেন। আর তার ফলেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বারবার মিস করতে থাকেন। তবে মাঝেমধ্যে দুই থেকে পাঁচ ওভারের মধ্যে তারা মেরেছিলেন দুইটি চার ও দুইটি ছয়।
ষষ্ঠ ওভারে জেমস নিশাম অ্যাথানাজেকে ফিরিয়ে দেন। পাওয়ার প্লের শেষ বলে জাংগু কভার ড্রাইভে চার মেরে ইনিংসটিকে ৩৫ রানে থামান। তারপরই নামে প্রবল বৃষ্টি। যে বৃষ্টি থামার নাম নেয়নি। অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।
এখন চোখ শেষ ম্যাচের দিকে। ডানেডিনে বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। বৃষ্টি এবার কী করে, সেটিই দেখার বিষয়।