চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে একটি হ্যারিয়ার গাড়ি নিচে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিচে পড়ে যায়।
আরো পড়ুন: চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কালো রঙের হ্যারিয়ার গাড়ি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। এক্সপ্রেসওয়ের নিচে দাঁড়িয়ে থাকা এক সাইকেল আরোহী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের ৮ নভেম্বর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন।
সে সময় ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহী দুই যুবক পতেঙ্গা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। ফাঁকা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির খুঁটিতে ধাক্কা দেন তারা। দুইজন ছিঁটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।