ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩৮, ৯ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন (ছবি: সংগৃহীত)

চট্টগ্রামে বিমানবন্দর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই যুবক হলেন, মোক্তার (২৮) ও রুবেল (৩৬)।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মোটরসাইকেল আরোহী দুই যুবক পতেঙ্গা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। ফাঁকা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির খুঁটিতে ধাক্কা লাগে। এতে দুজন ছিঁটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়