রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনাকে ফেরত দিতে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুর সার্কিট হাউজে শুক্রবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা চার দিনের সফরে রংপুরে এসেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না। খুব দ্রুত তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া চলমান।”
নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যেতে চায় বলেও জানান মো. তৌহিদ হোসেন।
এরপর উপদেষ্টা সপরিবারে রংপুর জমিদার বাড়ি তাজহাটে পরিদর্শনে যান। আজ বিকেলে রংপুর সার্কিট হাউসে চা-চক্রের কথা রয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেনের। আগামীকাল রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিলা স্কুল পরিদর্শন করার কথাও রয়েছে তার।
ঢাকা/আমিরুল/মাসুদ