ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাতে

ওয়াশিংটনে জমকালো আয়োজনে থাকছেন ট্রাম্পসহ মার্কিন ক্রীড়া তারকারা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৫ ডিসেম্বর ২০২৫  
ওয়াশিংটনে জমকালো আয়োজনে থাকছেন ট্রাম্পসহ মার্কিন ক্রীড়া তারকারা

ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) নির্ধারিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপে কোন দল কার মুখোমুখি হবে। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আয়োজিত এই ড্র অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই জমেছে বর্ণিল উৎসব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে ‘গোল্ডেন ট্রফি’ এসে থেমেছে রাজধানীতে। যেখানে আজ বাংলাদেশের সময় রাত ১১টায় শুরু হবে আনুষ্ঠানিক ড্র।

এবারের ড্রয়ের মঞ্চে বিশেষ আকর্ষণ সাবেক ইংলিশ অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ড। ইতিহাসঘেরা এই দায়িত্ব হাতে পেয়ে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। তার সঙ্গে কো-হোস্ট হিসেবে থাকছেন পুরস্কারপ্রাপ্ত ব্রিটিশ–জ্যামাইকান সাংবাদিক ও বিশ্বব্যাপী পরিচিত ব্রডকাস্টার সামান্থা জনসন। যিনি জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক আয়োজনে উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন।

যদিও কোনো টেলিভিশন চ্যানেল ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখাবে না, দর্শকদের হতাশ হতে হচ্ছে না। ফিফা নিশ্চিত করেছে- ফিফা+ প্ল্যাটফর্ম ও ফিফা ইউটিউব চ্যানেল থেকে বিনামূল্যে উপভোগ করা যাবে পুরো আয়োজন।

৩২ বছর পর আবারো বিশ্বকাপ ফুটবলের ঘরে ফিরছে যুক্তরাষ্ট্রে। তাই ফুটবলের পাশাপাশি দেশটির অন্যান্য জনপ্রিয় খেলাকে এক মঞ্চে আনতে চায় আয়োজকেরা। এ কারণেই ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মার্কিন ক্রীড়া অঙ্গনের বেশ কিছু সুপারস্টার- এনএফএল লিজেন্ড টম ব্র্যাডি, এনবিএ গ্রেট শাকিল ও’নিল, আইস হকির কিংবদন্তি ওয়েইন গ্রেটজকি, এবং বেসবল তারকা অ্যারন জাজ।

এতসব চোখধাঁধানো তারকার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারফরম্যান্স, আলো–আতশবাজি এবং বিশ্বকাপকে ঘিরে রোমাঞ্চকর পরিবেশে আজ রাতেই ফুটবলভক্তরা পেয়ে যাবেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর পূর্ণাঙ্গ ম্যাচআপ।

সর্বশেষ

পাঠকপ্রিয়