ঢাকায় ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশে পৌঁছেছেন ড. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকা পৌঁছেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজে-৩০২) তিনি ঢাকা পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলে থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রসঙ্গত, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। আজ শুক্রবার তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে বলে দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
ঢাকা/রায়হান/এস