ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪টি ক্রীড়া স্থাপনা উদ্বোধন, ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:১০, ৫ ডিসেম্বর ২০২৫
৪টি ক্রীড়া স্থাপনা উদ্বোধন, ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন

ভার্চুয়ালি উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দেশের ১০টি জেলায় জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় নতুন ক্রীড়া উন্নয়নের কার্যক্রমের অংশ হিসেবে চারটি ক্রীড়া স্থাপনা উদ্বোধন ও ছয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সচিবালয় থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম সম্পন্ন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে তিনটি মিনি স্টেডিয়াম এবং একটি সুইমিং পুল, যেখানে মোট ব্যয় হয়েছে ১১৫ কোটি টাকা। এছাড়া ছয়টি মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি টাকা। একই অনুষ্ঠানে ১২ কোটি ৭০ লাখ ৪৭ হাজার টাকায় একটি মিনি স্টেডিয়ামের বাস্তবায়ন কাজের উদ্বোধনও করা হয়েছে।

ভোলা, মৌলভীবাজার, চরফ্যাশন এবং জুড়ী উপজেলার স্টেডিয়ামসহ অন্যান্য স্থাপনার কাজের অগ্রগতি এবং ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, উপজেলায় এই মিনি স্টেডিয়ামগুলো খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আঞ্চলিক ক্রীড়া শাখা স্থাপনের কাজও দ্রুত বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

ঢাকা/এএএম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়